তথ্য বিকৃতির অভিযোগ এনে সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছাভা’ সিনেমার নির্মাতাদের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন দুই মারাঠা যোদ্ধা গনোজি ও কানহোজির বংশধররা।
সিনেমাটিতে দেখানো হয়েছে, গনোজি ও কানহোজির বিশ্বাসঘাতকতার জেরেই আওরঙ্গজেবের কাছে পরাস্ত হতে হয় সম্ভাজিকে। এই দৃশ্যের জন্য তাদের পরিবারের মান-মর্যাদা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন গনোজি, কানহোজির বংশের ত্রয়োদশ প্রজন্ম। অবিলম্বে পরিচালককে দৃশ্য পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন তারা, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিক্রিয়ায় নির্মাতা লক্ষ্মণ উতরেকর দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এর আগে সম্ভাজি মহারাজের নাচ ও গানের দৃশ্য নিয়ে বিতর্কের কারণে সেগুলো সিনেমা থেকে বাদ দেওয়া হয়।