অভিনেত্রী জয়া আহসান প্রায়ই তার উষ্ণ মুগ্ধতা ছড়িয়ে দিয়ে ভক্তদের মন জয়ে থাকেন। এবার শীতের সকালে ম্যাট রেড টপস পরিধান করে আবারও সবাইকে মুগ্ধ করেছেন এই বিউটি কুইন। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে নিজের কিছু আবেদনময়ী ছবি শেয়ার করেন তিনি, ক্যাপশনে লিখে ফেলেছেন, "এক সন্দেহের ছায়া"।

ছবিতে দেখা যায়, জয়া আহসান খুবই সাধারণ কিন্তু আকর্ষণীয়ভাবে ম্যাট রেড টপস পরেছেন, আর তার সঙ্গে কোনো ভারী জুয়েলারি বা অতিরিক্ত মেকআপের ছোঁয়া নেই। তার অদ্বিতীয় ফ্যাশন সেন্স প্রতিনিয়ত অনুরাগীদের মুগ্ধ করে। ছবিতে বিভিন্ন পোজে তার মোহনীয় লুক নজর কাড়ছে।

জয়া আহসান বয়সের সীমানা পেরিয়েও তার রূপ এবং ফ্যাশন সেন্স ধরে রেখেছেন, যা প্রশংসা পাচ্ছে প্রতিদিন। ছবির নিচে ভক্তরা নানা মন্তব্য করেছেন—কেউ জানতে চান তার বয়স ধরে রাখার টিপস, আবার কেউ তার সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন, ‘অসাধারণ চমৎকার লাগছে।’

জয়া আহসান ব্যক্তিগত জীবনেও বেশ শৌখিন। নানা ধরনের রূপে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন তিনি। কিছু দিন আগে ভারতের একটি ফিল্মফেয়ার অনুষ্ঠানে জামদানি শাড়ি পরিধান করে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন।