রোজা আহমেদ তাহসানের সঙ্গে মালদ্বীপে হানিমুনের কিছু ছবি ও একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, "জীবনবুননে সুতো আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।" এই পোস্টে ভক্তদের আগ্রহ সৃষ্টি হয়েছে, ৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন, ২ হাজারের অধিক মন্তব্য এবং প্রায় ৫০০ শেয়ার হয়েছে।
একটি স্থিরচিত্রে রোজা সাগরপাড়ে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছেন, পরনে লাল জামা এবং দূরে একটি ছোট দ্বীপ দেখা যাচ্ছে। কিছু মন্তব্যে রোজাকে 'চাঁদের আলো' ও 'এক ফ্রেমে তিনটি চাঁদ' বলা হয়েছে। অনেকেই তাদের বন্ধনের অটুটতা কামনা করেছেন।
রোজা আহমেদ নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মেকআপ শিক্ষা দেন। তিনি নিউইয়র্কের জ্যামাইকাতে বাস করেন, তবে তাহসানের সঙ্গে তার পরিচয় বাংলাদেশে। তারা গত বছর বিয়ের সিদ্ধান্ত নেন।
তাহসান জানান, "বেশ আগেই আমাদের পরিচয় হয়েছিল এবং সেখান থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।"