এই বছর ২য় বারের মতো ঢাকায় এসেছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলাম। "‘ম্যাজিকাল নাইট ২.০" শিরোনামে জমকালো এক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন।

শুক্রবার (২৯ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় 'ম্যাজিকাল নাইট ২.০' কনসার্ট। দেশের অনেক তারকাও অংশগ্রহণ করেন এই কনসার্টে। তবে, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এবার আতিফ আসলামের কনসার্টে প্রবেশ করতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শবনম ফারিয়া। এক পোস্টে তিনি লিখেছেন, 'জীবনের সকল অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, আজকের দিনটি আমাকে নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি করেছে।

এরপর তিনি জানান, 'ভেতরে আমাকে রিসিভ করার জন্য লোকজন উপস্থিত ছিল, তবে আর্মি কর্তৃপক্ষের অবগতির পরও তারা আমাকে কনসার্টে প্রবেশ করতে দেয়নি। এখন আমি বুঝতে পারছি না, তাদের প্রশংসা করব নাকি নিরাপত্তার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করব।

পোস্টের কমেন্ট বক্সে জোবায়ের রাব্বানী লিখেছেন, "আপনি কি টিকেট ছাড়া গিয়েছিলেন? সবাই বললেই কি ভেতরে যেতে দেওয়া হবে?" মহিন আব্দুল মান্নান নামের এক নেটিজেন মন্তব্য করেন, "না ঢুকতে দেওয়ার কারণটা কি ছিল, সেটাও বললে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো।" এছাড়া রাসেল তালুকদার প্রশ্ন করেছেন, "আপনি কি মেকআপ ছাড়া গিয়েছিলেন?" এই কমেন্টের জবাবে শবনম ফারিয়া বলেন, "ভালো বলেছেন, আসলে আমি মাস্ক পরা ছিলাম।"

এদিকে, গত এপ্রিলে ঢাকায় এসে আতিফ আসলাম তার গানের ঝুলির সঙ্গে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন। 'লেটস ভাইভ আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল' শিরোনামের কনসার্টে তিনি গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো, যেমন ‘ও লামহে’, ‘তেরে বিন’, ‘পেহলি নাজার ম্যায়’, এবং ‘তেরে লিয়ে’। সেই কনসার্টে তার সঙ্গে পারফর্ম করেন বাংলাদেশের আহমেদ হাসান সানি, ব্যান্ড কাকতাল, ফিরোজ জং ও কার্নিভ্যাল।