১২ই নভেম্বর মুক্তি পেতে চলেছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার-৩’।

দীপাবলির আবহে বড় মুক্তি এটাই। যশ রাজ ফিল্মস প্রযোজিত এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ তুঙ্গে।


কোনো কাট ছাড়াই সেন্সর বোর্ডের সার্টিফিকেট পেয়েছে এই ছবি। ৫ই নভেম্বর থেকে শুরু হবে ছবির টিকিটের অগ্রিম বুকিং। টিকিটের চাহিদা এতটাই বেশি যে, সকাল ৭টা থেকে শো রাখা হবে প্রেক্ষাগৃহে।